Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সনাতন ধর্মাবলম্বীদের উত্তেজিত করার মাস্টার মাইন্ড উত্তম মজুমদার গ্রেফতার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ১২:৪৭ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের উত্তেজিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দেয়ার অপরাধে খুলনায় উত্তম মজুমদার (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। সে একটি সাম্প্রদায়িক উস্কানীমূলক ফেসবুক পেজ পরিচালনা করত। দেশে বিদেশে কয়েক হাজার ফলোয়ার রয়েছে ওই পেজের।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্তম মজুমদার জানিয়েছে, সে ও তার কয়েকজন সহযোগী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের সে একজন মাস্টার মাইন্ড।

র‌্যাব জানায়, কুমিল্লার মন্দিরে অপ্রীতিকর ঘটনার সাথে বিভিন্ন উস্কানীমুলক তথ্য যোগ করে ফেসবুকে ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করছিল উত্তম মজুমদার। সে নিজস্ব ফেসবুক পেজ এ বিভ্রান্তিকর ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট করত। বিষয়টি র‍্যাবের নজরে এলে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৬ খুলনার একটি স্পেশাল কোম্পানি একটি খুলনা মহানগরীর লবণচরা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে বোখারীয়া জামে মসজিদের সামনে থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তম মজুমদার কে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত উত্তম মজুমদার বাগেরহাট জেলার চিতলমারি থানার অশোক নগর গ্রামের অমল মজুমদারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্তম সাইবার অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। উত্তম মজুমদার বরিশাল বিএম কলেজ থেকে এমএ সম্পন্ন করে খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করে আসছিলো। গত ১৩ অক্টোবর হতে উত্তম মজুমদার তার ব্যক্তিগত ফেসবুক আিইডি ও পেজ থেকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য পোস্ট করে আসছিলো। সে নিজে ওই পেজের এ্যাডমিন এবং তার সমমনা আরও কয়েকজন ব্যক্তিকে এডমিন হিসেবে নিযুক্ত করে। খুব দ্রুতই ওই পেজের সদস্য ও ফলোয়ার কয়েক হাজার ছাড়িয়ে যায়। এই ফেসবুক পেজ থেকে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য প্রচার এবং উস্কানিমূলক পোস্ট প্রদান করা হচ্ছিল এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও সহিংসতা বিস্তার করার অপতৎপরতা চলছিলো। ওই ফেসবুক পেজে পার্শ্ববর্তী দেশসমূহে ঘটে যাওয়া বিভিন্ন নৃশংস ঘটনার ভিডিও আপলোড করে জনমনে ভয়-ভীতি তৈরিসহ উস্কানি প্রদান করা হচ্ছিলো। অভিযুক্ত উত্তম মজুমদার প্রতিটি পোস্ট হ্যাশট্যাগ করে এই দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলো।
গ্রেপ্তারকৃত আসামী উত্তম মজুমদারকে কেএমপি’র লবণচরা থানায় হস্তান্তর ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।



 

Show all comments
  • AH Abir ২৮ অক্টোবর, ২০২১, ৮:৪৩ পিএম says : 0
    একে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হলে মূল হোতাদের আইনের আওতায় আনা সম্ভব। আমাদের সুন্দর দেশটা দংশকরে দিচ্ছে, এই কুচক্র মহলের মামুষ নামে অমানুষ গুটি কয়েক লোক।
    Total Reply(0) Reply
  • Kmataul Haque Suja ২৮ অক্টোবর, ২০২১, ৮:৪৪ পিএম says : 0
    ও শাহবাগি তোমরা কোথায়, দেখ দাদা বাবু কট খাইছে।
    Total Reply(0) Reply
  • Emran Islam ২৮ অক্টোবর, ২০২১, ৮:৪৪ পিএম says : 0
    দুদিনের নাটক তিনদিনে জামিন পাঁচদিনে বেখুসুল ! আর অন্যদিকে আলেমেদ্বীন গণ নিপীড়নের শিকার হয়ে কয়েদি আহঃ আফসোস ।।
    Total Reply(0) Reply
  • Aslam Hawladar ২৮ অক্টোবর, ২০২১, ৮:৪৪ পিএম says : 0
    উপযুক্ত শাস্তি দাবি করছি।
    Total Reply(0) Reply
  • Saidur Rahman ২৮ অক্টোবর, ২০২১, ৮:৪৪ পিএম says : 0
    তদন্ত করে সঠিক বিচার করুন
    Total Reply(0) Reply
  • Md. Jafar Uddin ২৮ অক্টোবর, ২০২১, ৮:৪৫ পিএম says : 0
    ওরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদকরে আসল রহস্য উদঘাটন করা সম্ভব।
    Total Reply(0) Reply
  • MD Farid ২৮ অক্টোবর, ২০২১, ৮:৪৫ পিএম says : 0
    বাংলাদেশে কখনো ধর্ম পালন নিয়ে অসন্তোষ হয়নি শুধু রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার করা হয়েছে।
    Total Reply(0) Reply
  • Md Israfil Hossan ২৮ অক্টোবর, ২০২১, ৮:৪৫ পিএম says : 0
    রিমান্ডে নিয়ে জানা লাগবে ওর পিছনে আছে কে ওকে এত সাহস দিচ্ছে ধন্যবাদ আইনশৃঙ্খলা বাহিনীকে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ