Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রয়োজন মানসিকতার পরিবর্তন

| প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

আমাদের চারপাশে অনেক উদ্যমী স্বপ্নবাজ রয়েছেন। যারা স্বপ্ন দেখেন নিজে ভালো কিছু করার। স্বপ্ন পূরণের লক্ষ্যে ছুটে চলেন প্রতিনিয়ত। রাষ্ট্র-সমাজকে ভালো এবং সৃজনশীল কিছু উপহার দিতে চালিয়ে যান প্রচেষ্টা। কেউ নতুন কোনো শিল্প আবিষ্কার করেন, কেউ কবিতা/ছড়া লিখেন, কেউ উদোক্তা হয়ে প্রতিষ্ঠিত হওয়ার প্রচেষ্টা চালান, কেউ গায়ক আবার কেউ আবৃত্তিশিল্পী হতে চান। শুধু এসব-ই নয়, এছাড়া বিভিন্ন সৃজনশীল কর্মে তারা নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে নতুন কিছু করতে চান। এসব উদ্যমী লোকেদের এগিয়ে যাবার জন্য মানসিক সাপোর্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ। পরিবার, সমাজ, বন্ধুবান্ধবসহ চারপাশের ভরসা ও অনুপ্রেরণা তাদের মানসিকভাবে অনেক প্রেরণা যোগায়। তারা সামনে এগিয়ে যেতে শক্তি পায়। কিন্তু, দুঃখজনক হলেও সত্য এসব উদ্যমী মানুষের অনেকেই সর্বক্ষেত্রে প্রেরণা পায় না। কেউ পরিবার, বন্ধুমহল থেকে সহযোগিতা সাহস পেলেও সমাজের লোকেরা তাকে ব্যাঙ্গ করে, ঠাট্টা বিদ্রুপ করে! ফলে অনেকে ভেঙ্গে পড়ে, হীনমন্যতায় ভুগে। এতে ভেস্তে যায় তার রঙিন স্বপ্নগুলো। আমাদের সমাজে বর্তমানে কেউ নতুন কিছু করলে আমরা তাকে নিয়ে তামাশা করি, তাকে কবি সাহেব, ছড়াকার, ইউটিউবারসহ বিভিন্ন শব্দে ব্যাঙ্গ করি। তাদের নিয়ে তামাশা করি। এতে তারা ব্যাপক মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হয়, আমরা ভাবি না আমাদের এসব উপহাসে নিমিষেই ভেঙে যায় একটি স্বপ্ন।ধ্বংস হয়ে যায়,একটি সম্ভবনাময় জীবন, যে একটি জাতিকে ভালো কিছু উপহার দিতে পারতো। তাই আসুন, বিবেকটা জাগিয়ে তুলি! উপহাস নয়, অনুপ্রেরণা, সাহস দিয়ে এগিয়ে দেই আমাদের চারপাশের স্বপ্নচাষিদের।
মো.আবীর আল-নাহিয়ান
জকিগঞ্জ, সিলেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন