Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাটুরিয়ায় ‌চেয়ারম‌্যা‌নের না‌মে মিথ্যা অপপ্রচা‌রের বিরু‌দ্ধে প্রতিবাদ সভা

সাটুরিয়া (মা‌নিকগঞ্জ) থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ৪:৫৬ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম ইউ‌পি চেয়ারম‌্যান মো: আলাউ‌দ্দিন মাস্টা‌রের বিরু‌দ্ধে মিথ‌্যা অপপ্রচা‌রের প্রতিবা‌দে প্রতিবাদ সভা ক‌রে‌ছে স্থানীয় জনগন।

বুধবার (২৭ অ‌ক্টোবর) বি‌কে‌লে উপ‌জেলার দরগ্রাম ইউ‌নিয়ন প‌রিষদ প্রাঙ্গ‌নে এ প্রতিবাদ সভা অনু‌ষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় দরগ্রাম ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি ও ইউ‌পি মেম্বার মো: আ: হা‌মিদ এর সভাপ‌তি‌ত্বে বক্তব‌্য রা‌খেন, ইউ‌পি চেয়ারম‌্যান মো: আলাউ‌দ্দিন মাস্টা‌র, উপ‌জেলা জাস‌দের সাধারন সম্পাদক ব‌দিউজ্জামান টিপু, উপ‌জেলা যুবলী‌গের সহ সভাপ‌তি মো: আলতাফ হো‌সেন, ইউ‌নিয়ন আ"লী‌গের সা‌বেক সাধারন সম্পাদক ম‌মিনুল বক আবুল, ইউ‌পি মেম্বার মো: ম‌জিবর রহমান, সি‌দ্দিকুর রহমান, ওয়ার্ড আ"লী‌গের সভাপ‌তি আ: রহমান, ম‌জিবর রহমানসহ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা ব‌লেন, আসন্ন ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচন উপলক্ষে এক‌টি কুচক্রীমহল দরগ্রাম ইউ‌পি চেয়ারম‌্যান মো: আলাউ‌দ্দিন মাস্টা‌রের বিরু‌দ্ধে মিথ‌্যা অপপ্রচার ক‌রে আস‌ছে।
চেয়ারম‌্যান আলাউ‌দ্দিন একজন সৎ ও ভাল মানুষ। বিগত দি‌নে সে কোন দুনী‌তি ক‌রে‌নি, তার ম‌তো ভা‌লো মানুষই এ ইউ‌নিয়‌নে চেয়ারম‌্যান দরকার।
প্রতিবাদ সভায় স্থানীয় ক‌য়েক শতা‌ধিক জনগন উপ‌স্থিত ছি‌লেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ