নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পাকিস্তানী ক্রিকেট তারকা রিজওয়ানের মাঠে নামাজ পড়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক বলছেন এই কারণেই পাকিস্তানকে ভালোবাসি। নানা জনে নানা মন্তব্যে পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে অভিনন্দন জানাচ্ছেন।
টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে মাঠেই নামাজ পড়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ওই ম্যাচে রিজওয়ানের পাশাপাশি অধিনায়ক বাবর আজম, পেসার শাহিন আফ্রিদি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ১০ উইকেটে ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
একটি ভিডিও ক্লিপে দেখা যায়, মাঠে রিজওয়ান নামাজ পড়ছেন। এ সময় কাছেই দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। ভিডিওটি দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়।
সামাজিক মাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পানি পানের বিরতির সময় রিজওয়ান নামাজ আদায় করেন।
তার মাঠে নামাজ পড়াকে প্রশংসা করেছেন অনেকেই। সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার সর্বশক্তিমানের কাছে রিজওয়ানের নতজানু হওয়ার প্রশংসা করে বলেছেন, 'যে ব্যক্তি আল্লাহর সামনে নিজের মাথা নত করেন, তিনি তাকে অন্য কারো কাছে ওই মাথা নত করতে দেন না।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।