Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সম্পর্ক জোরদারে কিমকে চিঠি দিলেন জিনপিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ১২:০৭ এএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রচেষ্টা পুনর্ব্যক্ত করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। ইয়োনহাপ নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের ৭২তম জাতীয় দিবস উপলক্ষে কিম জং উনের আগের চিঠির জবাবে শি চিনপিং এ মন্তব্য করেছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সির (কেসিএনএ) খবরেও সে তথ্য জানানো হয়েছে। শি জিনপিং ওই চিঠিতে লিখেছেন, উত্তর কোরিয়া এবং চীনের মধ্যে সম্পর্কের বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার ইচ্ছা প্রকাশ করেছেন শি। এর আগে পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে পরমাণু বিষয়ক আলোচনার সময় উত্তর কোরিয়া এবং চীন তাদের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দিয়েছে। এর আগে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, পিয়ংইয়ং-বেইজিং বন্ধুত্বকে সময়ের প্রয়োজনানুসারে এবং দুই দেশের জনগণের ইচ্ছা অনুযায়ী নতুন কৌশলগত পর্যায়ে উন্নীত করা হবে। কোরীয় যুদ্ধের সময় দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের সৈন্যদের বিরুদ্ধে উত্তর কোরিয়ার পাশে থেকে লড়েছে চীন। ইয়োনহাপ নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিনপিং


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ