Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে তিস্তা নদীতে ডু‌বে যাওয়া কৃষ‌কের মরদেহ ২দিন পর উদ্ধার

কু‌ড়িগ্রা‌ম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২১, ২:১১ পিএম

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে তিস্তা নদীতে ডুবে নি‌খোঁজের ২ দিন পর কৃষ‌ক বদিউজ্জামানের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

আজ শ‌নিবার (২৩ অক্টোবর) ভোররা‌তে ‌থেতরাই ইউনিয়নের জুয়ান সতরা এলাকায় এক কিলোমিটার দুরে তিস্তা নদী‌তে মাছ ধরার সময় জে‌লেরা এক‌টি মর‌দেহ দেখ‌তে পান। বিষয়‌টি জানাজা‌নি হ‌লে ওই কৃষকের স্বজনরা নিখোঁজ ব‌দিউজ্জামা‌নের মর‌দেহ শনাক্ত ক‌রেন।

প‌রে সকাল ১০টার দি‌কে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে তা‌কে দাফন করা হয়। নিহত কৃষক উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নগর পাড়া গ্রামের বাসিন্দা।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন সং‌শ্লিষ্ট ইউপি সদস‌্য আব্দুল হা‌লিম।

জানা গে‌ছে, গত বুধবার দুপু‌র আড়াইটার‌ দি‌কে চর জুয়ানসতরা থে‌কে গরুর জন্য ঘাস নি‌য়ে বা‌ড়ি ফেরার প‌থে তিস্তা নদীর স্রো‌তে ডু‌বে যান কৃষক ব‌দিউজ্জামান (৫৫)। প‌রে স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভি‌সের ডুবুরি দল অভিযান চা‌লি‌য়ে উদ্ধার কর‌তে ব‌্যর্থ হয়। ‌নি‌খোঁজের ২ দিন পর আজ শ‌নিবার ভোররা‌তে ঘটনাস্থল থে‌কে প্রায় পৌ‌নে এক কি‌লো‌মিটার ভা‌টিতে তার মরদেহ ভে‌সে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ