মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার জরুরি কর্মকর্তারা বলেছেন, আজ শুক্রবার সে দেশের বারুদ কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরো ৯ জন। এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর প্রায় ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজান অঞ্চলের ইলাস্টিক কারখানায় বিস্ফোরণটি ঘটেছে।
রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজরা সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
মন্ত্রণালয় বলছে, আগুন নিয়ন্ত্রণে ৫০টি গাড়ি নিয়ে কাজ করছে ১৭০ জন জরুরি অবস্থা মোকাবেলা কর্মী।
দুর্ঘটনার কারণ হিসেবে কর্মকর্তারা মনে করছেন, নিরাপত্তার সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি কিংবা শর্ট সার্কিটের কারণেও এটি হয়ে থাকতে পারে। সূত্র: এবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।