Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় প্রাণ গেছে ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মীর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ১২:১১ পিএম

করোনাভাইরাসের ছোবলে দেড় বছরে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৮০ হাজার থেকে এক লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মীর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এ তথ্য জানিয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত রেকর্ড করা হয়েছে প্রাণহানির এই হিসাব। ধারণা করা হয়, বিশ্বজুড়ে বর্তমানে সাড়ে ১০ কোটি চিকিৎসক-গবেষক-স্বাস্থ্যকর্মী কাজ করছেন।

ডব্লিওএইচও প্রধান তেদ্রোস আধানম বলেন, টিকা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের সবদেশে অগ্রাধিকার দেওয়া উচিত। ১১৯ দেশ থেকে পাওয়া তথ্যানুসারে, প্রত্যেক পাঁচজন স্বাস্থ্যকর্মীর মধ্যে দু’জন আসছেন টিকাদানের আওতায়। আঞ্চলিক এবং ধনী-দরিদ্র দেশগুলোর কারণেই এ পার্থক্য- এমনটা জানান ডব্লিউএইচও প্রধান। আফ্রিকার ১০ জন চিকিৎসকের মধ্যে মাত্র একজন পাচ্ছেন টিকা। অন্যদিকে, উন্নত দেশগুলোয় সংখ্যাটি ৮। এর জন্য টিকার অসম বণ্টনকেই দায়ী করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ