Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় র‌্যাবের অভিযানে গ্রেফতার- ৯

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ৬:৪২ পিএম

বেগমগঞ্জের চৌমুহনীর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৭টি মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।


গ্রেফতারকৃতরা হলো, সোহরাব হোসেন, মানু, হারুন অর রশিদ,নিজাম উদ্দিন, রাসেল, আবদুল মোতালেব বাবুল, সাহাদাত হোসেন, গোলাম কিবরিয়া, আনোয়ারুল আজিম। গ্রেফতারকৃতরা বেগমগঞ্জ উপজেলাসহ আশপাশ এলাকার বাসিন্দা।

বৃহম্পতিবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। ।

তিনি বলেন, ঘটনার সময় সিসি টিভি ফুটেজ ও ভিডিও স্থীরচিত্রের মাধ্যমে সনাক্ত পূর্বক সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন মন্দিরে হামলা ঘটনায় রুজুকৃত ৭টি মামলার ৯জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।
এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ