Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহামারির দুই বছর ব্যাংকিং খাতের জন্য চ্যালেঞ্জিং ছিল- এসবিএসি চেয়ারম্যান

সাউথ বাংলা ব্যাংকের ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ৫:৫৯ পিএম

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সভাপতিত্বে বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুয়াল প্লাটফরমে আয়োজন করা হয়েছে। সভায় ব্যাংকের পরিচালক এস এম আমজাদ হোসেন, ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, মিজানুর রহমান, বেগম সুফিয়া আমজাদ, হাফিজুর রহমান বাবু, মোহাম্মাদ নাওয়াজ, এজেডএম শফিউদ্দিন (শামীম), তাহমিনা আফরোজ, নাসিমা বেগম, মো. আনোয়ার হোসেন, শেখ সাইদুজ্জামান, মোহাম্মদ আইয়ুব, মো. সাখাওয়াত হোসেন, স্বতন্ত্র পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান, মো. সাজিদুর রহমান ও প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়াসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ এবং সভা পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি মো. মোকাদ্দেস আলী। সভায় ২০২০ সালের আর্থিক বিবরণী এবং শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ স্টক ও ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

 

সভায় চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, করোনা মহামারিতে ব্যবসা-বাণিজ্যের মন্দাভাবে বিগত দুটি বছর ব্যাংকিং খাতের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় এসবিএসি ব্যাংকের দক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আমাদের মুনাফার ধারা অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমরা সুশাসনে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ ব্যাংক সর্বোচ্চ নীতিগতমান নিশ্চিত করে সুনির্দিষ্ট নীতিমালা দ্বারা পরিচালিত হবে। দায়িত্বশীলতা, জবাবদিহিতা, ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে আমরা পরিচালিত হবো। আপনরার জানেন, ব্যাংক একটি সেবামূলক প্রতিষ্ঠান, যা জনগণের কাছ থেকে অর্থ নিয়ে দেশের উন্নয়নে অংশীদারির ভূমিকা পালন করে। সুতরাং গ্রাহকদের সন্তুষ্টির জন্য আমাদের সর্বদা সজাগ থাকতে হবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, ২০২০ সালের বার্ষিক সাধারণ সভা আমাদের জন্য একটি মাইলফলক। কেননা এই বছর থেকে আমরা পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছি। এখন এই ব্যাংকের শেয়ারহোল্ডার ৫৬ থেকে প্রায় দেড় লাখে উপনীত হয়েছে। এর মাধ্যমে আমাদের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। আমরা এই ব্যাংকটিকে একটি জনকল্যাণমূলক ও ব্যবসাসফল ব্যাংকে রূপান্তর করতে চাই। ব্যাংকের প্রত্যেক আর্থিক সূচক যেনো টেকসই ও প্রবৃদ্ধির ধারাবাহিকতা ইতিবাচক থাকে সে জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কাজ করবে। মহামারী কোভিড পরিস্থিতিতে ব্যাংকের মুনাফায় কিছুটা আঘাত এসেছে সত্য কিন্তু ইতোমধ্যে দেশের আমদানি-রফতানিতে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি, আগামীতে ব্যাংক কাক্সিক্ষত মুনাফা করতে পারবে।

ব্যাংকের তথ্যে জানা যায়, ২০২০ সালে ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ৮ হাজার ৮৪০ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৮ হাজার ৪৫৬ কোটি টাকা। এবছর শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ১৪৫ কোটি টাকা এবং ঋণ ও বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪০ কোটি টাকা। ২০২০ সালে ব্যাংকের নিট মুনাফা হয়েছে ৯৫ কোটি টাকা এবং আর্নিং পার শেয়ার দাঁড়িয়েছে ১ দশমিক ৩৯ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাউথ বাংলা ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ