Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ২:৫৬ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নানার বাড়ীতে বেড়াতে এসে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটার দিকে উপজেলার চর গোরকমন্ডল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ফয়সাল (২) । সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাভিরাট ইউনিয়নের জুয়েল মিয়ার ছেলে এবং উপজেলার চর গোরক মন্ডল গ্রামের দুলাল মিয়ার নাতি।
স্থানীয় বেলাল মিয়া, জাহাঙ্গীর আলম জানান, গতকাল বুধবার বিকালে ফয়সাল তার মা-বাবাসহ নানা বাড়ীতে বেড়াতে আসে । বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নানা বাড়ীর বাহির উঠানে খেলতে খেলতে সকলের অগোচরে পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়। পরে দুপুরের দিকে শিশুটির খোঁজ হলে পুকুরে পড়েছে সন্দেহে খোঁজাখুঁজর ্এক পর্যায়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ