বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছিয়া ইসলামিয়া মাদ্রাসার এক শিক্ষার্থী (১৬) কে বখাটে তৌহিদুল অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার ভোরে বন্দর উপজেলার ঘারমোরা এলাকায় এ ঘটনা ঘটে।
অপহরনের পর অপহৃতার মা জানায়, তার মেয়ে কলাগাছিয়া ইসলামিয়া মাদ্রাসার ৯ম শ্রেনীর শিক্ষার্থী। প্রতিদিন তার মেয়ে মাদ্রাসায় আসা যাওয়ার পথে ঘারমোড়া এলাকার মৃত জাদ্দাল মিয়ার বখাটে ছেলে তৌহিদুল প্রায় সময়ই কু-প্রস্তাব দিতো। এ বিষয়টি ওই শিক্ষার্থী তার পিতাকে জানায়।
পরে শিক্ষার্থীর পিতা বখাটে তৌহিদুলের পরিবারকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে তৌহিদুলসহ তার অজ্ঞাতনামা সহযোগী ৩/৪ জন গত মঙ্গলবার সকালে ঘারমোরা নিজ বাড়ি থেকে পাইভেট পড়তে যাওয়ার সময় পথে তার মেয়েকে জোর পূর্বকভাবে সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।