Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর কোরিয়ার সাথে বৈঠকে বসতে চায় যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিনিধি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ১০:৩১ এএম

উত্তর কোরিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কোনো পদক্ষেপের পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের, বরং শর্ত ছাড়াই পিয়ংইয়ংয়ের সাথে বৈঠকে বসতে চায় ওয়াশিংটন। বুধবার (২০ অক্টোবর) নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইস্যুতে আয়োজিত বৈঠকে এমন দাবি করেন জাতিসংঘের মার্কিন প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড। এ বিষয়ে উত্তর কোরিয়া এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদ্বেষমূলক নীতির অভিযোগ দেশটির। এ নিয়ে ২০১৮ ও ২০১৯ সালে তিন দফায় বৈঠক করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয় সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে সমাধান হয়নি দুদেশের টানাপোড়েনের।
মার্কিন প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে পরমাণু কর্মসূচি থেকে পিছিয়ে যেতে রাজি নয় উত্তর কোরিয়া। অন্যদিকে উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও মানেনি যুক্তরাষ্ট্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ