Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন প্রতিনিধি দল ঢাকায়

প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট ঃ পোশাক শিল্পে বাংলাদেশী শ্রমিকদের অধিকার, স্বাস্থ্য এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তিনদিনের সফরে সম্প্রতি ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল। খবর বাসস। ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি মার্কিন বাণিজ্য প্রতিনিধির নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধিদলটি শুক্রবার এখানে অনুষ্ঠিতব্য টেকসই কমপ্যাক্ট রিভিউ মিটিংয়ে যোগ দেবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র পোশাক শিল্পে শ্রম, স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন প্রস্ততি নিশ্চিত করতে তাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। প্রতিনিধিদলের সদস্যরা দ্বিতীয় পর্যায়ের বৈঠকে ইইউ, আইএলও এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন, শ্রমবিষয়ক পরিচালক মাইকেল ও’ডনোভান, মার্কিন পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি সারাহ ফক্স, মার্কিন পররাষ্ট্র দফতরের ডেমোক্রেসি, মানবাধিকার ও শ্রমবিষয়ক অফিস পরিচালক ব্রুচ লেভিন এবং মার্কিন শ্রম দফতরের আন্তর্জাতিক শ্রমবিষয়ক ব্যুরোর এসোসিয়েট ডেপুটি আন্ডার সেক্রেটারি এরিক বিয়েল। উল্লেখ্য, ২০১৩ সালের এপ্রিলে সাভারে রানা প্লাজা দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্র বাংলাদেশে তৈরি পোশাক শিল্প এবং নিটওয়্যার শিল্পে শ্রমিকের অধিকার এবং কারখানায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতিতে সরকার, আইএলও এবং ইইউ’র যৌথ উদ্যোগে যোগ দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রতিনিধি দল ঢাকায়

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ