Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহিংসতা রোধে ২৬ জেলা পুলিশ সতর্ক অবস্থানে

পুলিশ সদর দফতরের নির্দেশনা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২১, ১২:৫১ পিএম

সম্প্রতি পূজামন্ডপে কোরআন অবমাননার ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া সহিংসতা নতুন করে যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য ২৬ জেলার পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। গত মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে ঊদ্ধর্তন কর্মকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্তের পর জেলাগুলোতে পুলিশের বাড়তি নিরাপত্তার পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দারা মাঠে কাজ করছেন। দেশের আর কোথাও যাতে সহিংসতা না হয় সেজন্য গুরুত্ব দিতে বলা হয় পুলিশ সদর দফতরের বৈঠকে।

সূত্র জানায়, পুলিশ সদরদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১০ দিন এ বাড়তি সতর্কতা জারি থাকবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঈদে মিল্লাদুন্নবী (সা.), সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্ণী পূজা ও বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে এই বাড়তি সতর্কতার নির্দেশনা দেয়া হয়। এছাড়া যেসব এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে সেই এলাকায় ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই নির্দেশনাও দেয়া হয়েছে। সতর্ক করা জেলাগুলো হলো-পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, কক্সবাজার, শরীয়তপুর, মাদারীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার।

পুলিশ সদর দফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বুধবার দৈনিক ইনকিলাবকে বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত ৮০ টি মামলা হয়েছে। এতে প্রায় পাঁচশতাধিক হামলাকারী গ্রেফতার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সমন্বয় কওে কাজ করছেন। আমরা এ ধরনের ঘটনা যাতে না ঘটে রেস জন্য সর্বোচ্চ সর্তক থেকে দায়িত্ব পালন করছি। একই সাথে গোয়েন্দা নজরদারী এবং প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন। গত বুধবার (১৩অক্টোবর) কুমিল্লার একটি পূজামন্ডপে পবিত্র কোরআন পাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় জেলার কয়েকটি পূজামÐপ ভাংচুর করে দুর্বৃত্তরা। এই ঘটনার জেরে চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষে চারজন মারা যান। এ সময় হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এছাড়া শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জেও হিন্দু স¤প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় একজন নিহত হন।

গোয়েন্দারা বলছেন, ধর্মীয় উস্কানি দিয়ে হামলাগুলো ঘটনার তদন্ত চলছে। ইতোমধ্যে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেক উস্কানি দিয়েছে। তাদেরকে নজরদারি করা হচ্ছে। এছাড়া এই ঘটনায় জড়িত কেউ যাতে দেশ ছাড়তে না পারে এজন্য সতর্ক রয়েছে গোয়েন্দারা।
এদিকে জমিজমার বিরোধে রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হওয়া মো. সাহিনুদ্দিনকে হত্যার সময় ধারণ করা ভিডিও ‘নোয়াখালীর হিন্দু মহাজোট কর্মী যতন শাহ হত্যাকান্ডের’ ভিডিও বলে গুজব ছড়ানো হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের বেশ কয়েকজন নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার ব্যবহার করে ধর্মীয় উস্কানি ও গুজব ছড়াতেই এই ভিডিও বানায়। পরে তা বাংলাদেশের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ১০ দিন যে বাড়তি সতর্কতা দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে ধাপে ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি কমিয়ে আনা হবে। আর পরিস্থিতি স্বাভাবিক মনে না হলে সতর্কতার মেয়াদ আরও বাড়বে। এদিকে হঠাৎ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশ অশান্ত করতে দুটি বিষয় সামনে রেখে সরকারের উচ্চপর্যায় থেকে ঘটনার তদন্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত, দেশের একাধিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল, দ্বিতীয়ত, তৃতীয় কোনো শক্তি বা বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার ইন্ধন আছে কিনা হামলায় খতিয়ে দেখতে বলা হয়েছে। স¤প্রতি ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রনালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊদ্ধর্তনদের দফায় দফায় বৈঠক হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ