Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্মীয় উৎস‌বে নির্ভয়ে অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান মার্কিন যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ৮:৪৯ পিএম

নির্ভয়ে প্রত্যেকে যেন নিজ নিজ বিশ্বাসের ধর্মীয় আচার বা উৎসবে অংশ নিতে পারেন তা নিশ্চিতকরণে সবাই‌কে কাজ করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দেশে দুর্গাপূজার সময় ও পরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় মঙ্গলবার (১৯ অ‌ক্টোবর) মার্কিন দূতাবাসের দেওয়া এক বি‌বৃ‌তি‌তে এ আহ্বান জানানো হয়।

বিবৃ‌তিতে বলা হয়, যেসব পরিবার সাম্প্রতিক ধর্মীয় সহিংসতার শিকার হয়েছেন, তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। ধর্ম পালনের স্বাধীনতা পবিত্র। আমাদের সবাইকে নির্দিষ্ট সহিংসতা ও পরিকল্পিত ঘৃণার বিরুদ্ধে অবিচল থাকতে হবে। কোনো ভয় ছাড়াই প্রত্যেকে যেন নিজ নিজ বিশ্বাসের ধর্মীয় আচার বা উৎসবে অংশ নিতে পারে, তা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। বৈচিত্র্য, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধা রক্ষার আহ্বান জানানো সব বিশ্বাসের বাংলাদেশি‌দের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র আছে বলে বিবৃতিতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ