Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী পৌর এলাকার দত্তেরহাটে ৪ দোকান পুড়ে ছাই

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ১১:৪৯ এএম

নোয়াখালী পৌর এলাকার দত্তেরহাট বাজারে আগুনে ৪টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি এ অগ্নিকাণ্ডে তাদের অন্তত ১৫/২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দত্তেরহাট বাজারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ১টার হঠাৎ একটি দোকানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এ আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মাইজদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে চারটি দোকান পুড়ে যায়।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার ম্যান হাসান মিয়া অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ