Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রেমিকার আত্মহত্যার খবরে হাসপাতালের ৪ তলা থেকে লাফ প্রেমিকের

ফেসবুকে পরিচয় ও টিনেজ লাভের করুণ পরিনতি !

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ১১:৩৫ এএম

বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেমিকা সানজিদার মৃত্যুর খবরে প্রেমিক জাকারিয়া হাসপাতালের ৪ তলার ছাদে উঠে দিল লাফ। পরিনতে সে প্রানে বেঁচে গেলেও তার দুই হাঁটু ভেঙ্গে চুরমার হয়ে গেছে।

আর এর সবকিছুই ঘটেছে দুই টিনেজ তরুন তরুণীর ফেসবুকে পরিচয় ও প্রেম ও মান অভিমানের জেরে বলে জানিয়েছে পুলিশ।
কাহিনির বর্ণনায় পুলিশ বলেছে, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালি গ্রামের আকতার হোসেন বাবুর মেয়ে সানজিদা
বগুড়ার বিয়াম মডেল কলেজের ১ম বর্ষের ছাত্রী হিসেবে বগুড়া শহরের একটি মেসে অবস্থান করে।
এই সানজিদার সাথে ফেসবুকে পরিচয় ও প্রেম
জমে উঠে কুষ্টিয়ার জাকারিয়া হাসানের। দুই টিনেজ লাভারের মান অভিমানে রোববার বগুড়ায় আসে জাকারিয়া।
দুজনের দেখাও হয়। তবে অভিমান ভাঙেনি সানজিদার। সে তার মেসে ফিরে গ্যাস ট্যাবলেট
সেবনে অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর দেয় জাকারিয়াকেও।
রাতেই জাকারিয়া হাসপাতালে এসে দেখে মারা গেছে সানজিদা। ফলে মনের দুঃখে সে হাসপাতালের ৪ তলায় উঠে আত্মহত্যার উদ্দেশ্যে লাফিয়ে পড়ে নিচে। ভারি বস্ত পতনের
শব্দে লোকজন ও হাসপাতাল ফাঁড়ির পুলিশ
ঘটনাস্থলে গিয়ে তাকে জীবিত অবস্থায় উদ্ধার
করে ভর্তি করে দেয়।
তবে এই ঘটনায় জাকারিয়ার দুই পায়ের হাঁটু ভেঙ্গে গুঁড়িয়ে গেছে।
বগুড়া সদরের ওসি তদন্ত আবুল কালাম আজাদ সোমবার বলেন, দুজনের পরিবারই খবর পেয়ে বগুড়ায় এসেছে। তাদের বুঝিয়ে শান্তনা দেওয়া যাচ্ছেনা।
ফেসবুক কেন্দ্রীক এই সব প্রেম কেন্দ্রিক ট্রাজিক
ঘটনায় উদ্বেগও প্রকাশ করেন ওসি তদন্ত আবুল কালাম আজাদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেসবুক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ