গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
নগরীর চকবাজার দেবপাহাড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করেছেন সাবেক সিটি মেয়র ও মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম। গতকাল রোববার তার দেওয়ান হাটস্থ কার্যালয়ে অসহায় এসব মানুষের হাতে তিনি এসব নির্মাণ সামগ্রী তুলে দেন।
এ সময় তিনি বলেন, অসহায়দের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। আমরা সব সময় চেষ্টা করি নিপীড়িত মানুষের পাশে থাকতে। মানব কল্যাণে এগিয়ে আসতে। এ সময় মোস্তফা-হাকিম কলেজের সাবেক প্রো-ভিসি বাদশা আলম ও মোস্তফা-হাকিম গ্রুপের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গত শুক্রবার দেবপাহাড় এলাকায় অগ্নিকান্ডে ১৫টি দরিদ্র পরিবারের বসতঘর পুড়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।