বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এতিম ও প্রতিবন্ধী শিশুদের জন্য কোরবানির গরু দিলেন সাবেক সিটি মেয়র এম. মনজুর আলম। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধায় নগরীর রৌফাবাদ সরকারী মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, সরকারী শিশু পরিবার (বালিকা) ও ছোটমনি নিবাস চত্বরে বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি কোরমানির পশু হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনজুর আলম বলেন, আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। এই মাসের ১৫ তারিখ বঙ্গবন্ধুর দুই কন্যা ছাড়া পরিবারের সবাই শাহাদাত বরণ করেন। বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যদের নামে কুরবানি করতে এবং সেই গোশত দিয়ে কুরবানির দিন সরকারি শিশু পরিবার (বালিকা) ও ছোটমনি নিবাসের সকল সদস্যদের আপ্যায়নের ব্যবস্থা করেছি। এতে বিশেষ অতিথি ছিলেন এম মনজুর আলমের স্ত্রী হোসনে আরা মনজুর। উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বাদশা আলম, সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক সহিদুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপ পরিচালক মো. আবুল কাসেম। অনুষ্ঠান শেষে মনজুর আলম প্রতিবন্ধী শিশুদের আবাসিক কক্ষে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন ও খোঁজ খবর নেন। পরে সকল শিশুকে মিষ্টিমুখ করানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।