Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএস’র দুই হাজার জঙ্গি শুধু উত্তর আফগানিস্তানেই : পুতিন

মঙ্গলবার মস্কোর আয়োজনে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তানকে নিয়ে বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর উত্তর আফগানিস্তানে হাজার হাজার যোদ্ধা আছে। একথা তিনি এমন সময় বললেন যখন মস্কো আফগান পরিস্থিতি নিয়ে আগামী সপ্তাহে আন্তর্জাতিক বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আগামী মঙ্গলবার থেকে অনুষ্ঠিতব্য বৈঠকে চীন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান অংশ নেবে।

পুতিন গত শুক্রবার সাবেক সোভিয়েত রাষ্ট্রের কমনওয়েলথ ইনডিপেনডেন্ট স্টেটস (সিআইএস) শীর্ষ সম্মেলনে একটি ভিডিও ভাষণে বলেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, শুধুমাত্র উত্তর আফগানিস্তানে (আইএস) সদস্যদের সংখ্যা প্রায় দুই হাজার’।

রুশ নেতা দাবি করেন, কথিত আইএস যোদ্ধারা শরণার্থীর ছদ্মবেশে প্রাক্তন সোভিয়েত মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল, যাতে ধর্মীয় ও জাতিগত বিভেদ সৃষ্টি হয়। তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
এ সপ্তাহের গোড়ার দিকে পুতিন ইরাক ও সিরিয়া থেকে আইএসের সাথে আফগানিস্তানে প্রবেশের প্রবীণ যোদ্ধাদের হুমকির বিষয়ে সতর্ক করেন, যখন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তালেবান শাসকদের এ হুমকি মোকাবেলার আহ্বান জানিয়েছে।

আফগানিস্তানের জন্য পুতিনের বিশেষ দূত জমির কাবুলভ শুক্রবার বলেন যে, আগামী সপ্তাহের আলোচনায় ‘আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে একটি সাধারণ অবস্থান তৈরি করার চেষ্টা’র দিকে মনোনিবেশ করা হবে। কাবুলভ বলেন, যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তান ১৯ অক্টোবর নির্ধারিত আলোচনায় যোগ দেবে। তিনি বলেন, তালেবান এখনো তাদের প্রতিনিধি দল গঠনের ঘোষণা দেয়নি।

কাবুলভ বলেন, মস্কো কোনো ‘যুগান্তকারী সমাধান’ আশা করে না, কিন্তু ‘আফগান প্রতিনিধি দলের কাছে আমাদের অভিযোগ প্রকাশ্যে জানাব।’

তালেবান, যারা আগস্টের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কাছ থেকে কাবুলের নিয়ন্ত্রণ দখল করেছিল, আফগানিস্তানের অর্থনীতি পতনের মুখে পড়ায় মানবিক বিপর্যয় এড়াতে আন্তর্জাতিক স্বীকৃতি ও সহায়তা চাইছে।

তালেবান দখলের পর, মস্কো মধ্য এশিয়ার প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রগুলোতে ইসলামপন্থী জঙ্গিদের অনুপ্রবেশের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং এটি তাজিকিস্তানে সামরিক মহড়া করেছে, সেখানে তার সামরিক ঘাঁটিতে সরঞ্জাম বাড়িয়েছে।

পুতিন শুক্রবার বলেন, তালেবানের আনুষ্ঠানিক স্বীকৃতি নিয়ে তাড়াহুড়ো করার দরকার নেই, তবে তিনি উল্লেখ করেন যে, ‘আমরা বুঝতে পারি, আমাদের তাদের সাথে যোগাযোগ করতে হবে’।
মস্কো ১৯৯০-এর দশকে আফগানিস্তানে একটি ধ্ব ংসাত্মক যুদ্ধে লড়েছিল যার ফলে ২০ লাখ আফগান নিহত হয়েছিল, ৭০ লাখকে তাদের বাড়িঘর ত্যাগে বাধ্য করা হয়েছিল এবং ১৪ হাজারেরও বেশি সোভিয়েত সৈন্যের মৃত্যু হয়েছিল।

আফগানিস্তান বিষয়ক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জমির কাবুলভ বলেন, আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে আসার জন্য রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানের কর্মকর্তারা মঙ্গলবার মস্কোতে পৃথকভাবে বৈঠক করবেন। মস্কো মার্চে আফগানিস্তান নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল যেখানে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তান একটি যৌথ বিবৃতি প্রকাশ করে তৎকালীন যুদ্ধরত আফগান পক্ষকে শান্তি চুক্তিতে পৌঁছানো এবং সহিংসতা রোধ করার আহ্বান জানিয়েছিল। তারপর থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ২০ বছর পরে তাদের সৈন্য প্রত্যাহার করেছে, তালেবানরা ক্ষমতা দখল করেছে এবং আগের সরকার ভেঙে পড়েছে।

রাশিয়া এখন বৃহত্তর অঞ্চলে পতনের সম্ভাবনা এবং মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোতে ইসলামপন্থী জঙ্গিদের অনুপ্রবেশের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন, যা মস্কোকে তার দক্ষিণ প্রতিরক্ষামূলক বাফার হিসাবে দেখে। তালেবান দখল করার পর থেকে মস্কো তাজিকিস্তানে সামরিক মহড়া করেছে এবং সেখানে তার সামরিক ঘাঁটিতে হার্ডওয়্যার বাড়িয়েছে। সূত্র : রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লাইব্রেরি, এক্সপ্রেস ট্রিবিউন।



 

Show all comments
  • আফরান সাদ্দাম ১৭ অক্টোবর, ২০২১, ১:৪৫ এএম says : 0
    আই এস বলে কিছু নাই সবই ষড়যন্ত্র
    Total Reply(0) Reply
  • MD Jenarul Islam ১৭ অক্টোবর, ২০২১, ১:৪৫ এএম says : 0
    আইএস হলো একটা ইহুদীবাদী সংগঠন আমেরিকার পৃষ্ঠপোষক।
    Total Reply(0) Reply
  • এস.এম. শরিফুল ইসলাম সাজু ১৭ অক্টোবর, ২০২১, ১:৪৫ এএম says : 0
    মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলতেছে,, আল্লাহতালা সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন।।
    Total Reply(0) Reply
  • Md Ebrahim Mirdha ১৭ অক্টোবর, ২০২১, ২:০৪ এএম says : 0
    আল্লাহ ওদের কঠিন শাস্তি দিক যার নিরীহ মুসলিমদের হত্যা করলো।
    Total Reply(0) Reply
  • Hasina Gold Jewellery ১৭ অক্টোবর, ২০২১, ২:০৫ এএম says : 0
    এবার বুজলেন তো আই এস কারা আই এস হলো ইজরায়েল আমেরিকার সন্ত্রাসী বাহিনী প্রকৃত মুসলমান কখনো নিজের মসজিদে হামলা করেনা কারন তারা জানে মসজিদ মানে কি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ