Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএস’র প্রতি শহর ছেড়ে যাওয়ার আল্টিমেটাম

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহর থেকে আইএসকে চলে যেতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে দেশটির আসাদবিরোধী বিদ্রোহীরা। বেসামরিক ব্যক্তিদের জীবন রক্ষায় সিরীয় বিদ্রোহীদের জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর পক্ষ থেকে এ সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এর অনুগত মানবিজ মিলিটারি কাউন্সিলÑএর দেয়া আল্টিমেটামে শহরে অবরুদ্ধ আইএস সদস্যদের সেখান থেকে চলে যেতে বলা হয়েছে। একইসঙ্গে হুঁশিয়ারি দেয়া হয়েছে যে, এটাই তাদের জন্য সর্বশেষ সুযোগ। এসডিএফ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক ব্যক্তিদের জীবন ও সম্পদ এবং শহরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমরা ঘোষণা করছি যে, শহরে অবরুদ্ধ হয়ে পড়া দায়েশ (আইএস) সদস্যরা নিজেদের সঙ্গে থাকা হালকা অস্ত্র নিয়ে এলাকা ত্যাগ করতে পারবে। শহরের যেসব এলাকায় সংঘর্ষ চলছে সেখান থেকে চলে যেতে বা দূরে অবস্থান করতে বেসামরিক ব্যক্তিদের প্রতি বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এসডিএফ’র একজন কমান্ডার জানিয়েছেন, মানবিজের উপজাতি নেতারা গত সপ্তাহে এই ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল। তবে দায়েশ বেসামরিক ব্যক্তিদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করায় এবং শহরে অবরুদ্ধ হয়ে পড়া অধিবাসীদের জীবন রক্ষায় গত বৃহস্পতিবার থেকে এই আল্টিমেটাম কার্যকর করা হয়েছে। অপরদিকে, সিরিয়ার রাকা ও ইরাকের মসুলে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলোকে কোণঠাসা করে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট সক্ষম হবে বলে দাবি করেছে ওয়াশিংটন। আইএসবিরোধী লড়াইয়ে ইরাককে সহায়তার জন্য ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সভাপতিত্বে আলাদা করে দাতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রাণ, পুনর্গঠন ও উন্নয়নমূলক সহায়তার উদ্দেশ্যে গঠিত তহবিলের জন্য সম্মেলন থেকে ২.১ বিলিয়ন ডলার সহায়তা সংগ্রহ করা হয়েছে। আল-জাজিরা, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএস’র প্রতি শহর ছেড়ে যাওয়ার আল্টিমেটাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ