Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অরুণ চৌধুরীর নতুন সিনেমা জলে জ্বলে তারা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

নির্মাতা অরুণ চৌধুরী নতুন সিনেমার কাজ শুরু করছেন। তার সিনেমাটি ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া। নাম ‘জলে জ্বলে তারা’। ইতোমধ্যে নায়ক-নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ করা হয়েছে ছোটপর্দার অভিনেতা নাঈম ও অভিনেত্রী মিথিলাকে। নাঈম বলেন, সিনেমাটিতে আমরা দু’জন চুক্তিবদ্ধ হয়েছি। চমৎকার একটি গল্পের সিনেমা। আশা করি, একটি ভাল সিনেমা হবে। অরুণ চৌধুরী বলেন, চরিত্রের প্রয়োজনে নাঈমকে নিয়েছি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন মিথিলা। সিনেমার গল্পের চরিত্রে এ দুজনকে প্রয়োজন বলে মনে হয়েছে। ইফফাত আরেফিন তন্বী’র গল্পে নির্মাণাধীন সিনেমাটির প্রথম লটের কাজ শেষ হয়েছে। এখন দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম পাভেল, মুনিরা আখতার মিঠু প্রমুখ। সিনেমাটির সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছেন রায়হান খান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ