Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরীহ কাশ্মীরিদের হত্যা করছে ভারত : পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

গত সপ্তাহে ১০ নিরীহ কাশ্মীরিকে হত্যা করেছে ভারতীয় বাহিনী। এছাড়া স¤প্রতি ১৪০০ কাশ্মীরিকে আটকের অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে পাকিস্তান। সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছিম ইফতিখার আহমেদ দাবি করেন, নিহতদের লাশ পরিবারের কাছেও হস্তান্তর করেনি তারা। গত কয়েকদিন ধরে উত্তপ্ত ভারত অধিকৃত কাশ্মীর। উপত্যাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার দাবি করে আসছে ভারতীয় বাহিনী। ভারতীয় বাহিনীদের সঙ্গে গোলাগুলিরও খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন অস্ত্রধারী প্রাণ হারিয়েছেন। এ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শুধু গত সপ্তাহেই ভুয়া এনকাউন্টার ও তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে ভারতীয় বাহিনী। এতে বেশ কয়েকজন কাশ্মীরি শহীদ হন। ভিত্তিহীন অভিযোগে অনেককে ধরে নিয়ে কারাগারে বন্দি করেছে। এমন কর্মকাÐেক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পাকিস্তানের মুখপাত্র আছিম ইফতিখার। কাশ্মীরে মানবাধিকার লংঘিত হচ্ছে উল্লেখ করে বিশ্ব স¤প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহŸান জানিয়ে আসছে ইসলামাবাদ। ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিল করে মোদি সরকার। এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় উপত্যকার বাসিন্দারা। তাদের দমাতে ভারত অধিকৃত কাশ্মীরে ১০ লাখের মতো সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করে দেশটির সরকার। এক্সপ্রেস ট্রিবিউন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ