বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ির দীঘিনালায় নবম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীর বিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। শুক্রবার দুপুরে উপজেলার জামতলী বাঙালি পাড়ায় এই বাল্যবিবাহ বন্ধ করা হয়। পরে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে ছাত্রীর অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন, ‘জামতলী বাঙালি পাড়া এলাকায় নবম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ে দেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসককে এলাকা থেকে জানানো হয়। পরে জেলা প্রশাসকের প্রতাপ চন্দ্র নির্দেশে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহের প্রস্তুতির সত্যতা পাই। শিক্ষার্থীর মা-বাবা এলাকায় থাকেন না। সে খালুর বাড়িতে থেকে পড়াশোনা করছে। পরে দারিদ্র্য বিবেচনায় নিয়ে জরিমানা না করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।