বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর শিক্ষার্থীদের শতভাগ টিকার আওতায় আনতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করোনার ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়া হয়। সারাদিনে ৪৫১ জনকে সিনোফার্মার ভ্যাকসিন দেওয়া হয়।
চবি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার ইনকিলাবকে জানান, প্রতি শনি, রবি, সোমবার সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত টিকা দেওয়া হবে। টিকা পেতে রেজিষ্ট্রেশন কপি জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় না খুলেই সশরীরে পরীক্ষা শুরু হওয়ায় অনেক শিক্ষার্থী টিকার দুই ডোজ সম্পন্ন না করেই চলে আসে। এই অবস্থায় শিক্ষার্থীদের অন্তত ১ ডোজ টিকা সম্পন্ন করে হলে উঠানোর জন্য চবি প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৮ হাজার টিকার জন্য আবেদন করে। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৫০০ টিকা পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।