Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় বিপুল পরিমান ভারতীয় প্রসাধনীসহ চোরাকারবারী গ্রেপ্তার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ১১:১০ এএম

খুলনা মহানগরী থেকে চোরাচালানের সময় বিপুল পরিমান ভারতীয় প্রসাধনীসহ মোঃ দুলাল খান (৫২) নামে এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার রাতে খুলনা রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে নগরীর ৪ নং ঘাট কলোনীর মৃত আজহার খানের ছেলে।
আজ শুক্রবার র‌্যাব জানায়, একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, খুলনা রেল স্টেশন এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধ ভাবে ভারতীয় প্রসাধনী ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। দলটি খুলনা রেল স্টেশনের পাশে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর জোনাল অফিস, জোন-৯ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ দুলাল খানকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী ও নগদ ২১ হাজার ১৯৬ টাকা উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ