বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনার পথে ১১ কেজি ৭০০ গ্রাম ভারতীয় রূপার গহনাসহ ইব্রাহিম হোসেন (৫৬) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
শনিবার (১৪ আগস্ট) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কাকডাঙ্গা সীমান্ত ফাঁড়ীর একটি টহল দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনার সময় ১১ কেজি ৭০০ গ্রাম ভারতীয় রূপার গহনাসহ দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত আকবর আলীর ছেলে ইব্রাহিম হোসেনকে আটক করতে সক্ষম হয়। আটক রূপার গহনার দাম ১২ লাখ ৩৫ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত আসামিকে কলারোয়া থানায় সোর্পদ করা হয়েছে। রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সাথে রূপা চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে আরও চারজনের নামে পলাতক আসামি হিসেবে মামলা করা হয়েছে।
এরা হলেন, দক্ষিণ ভাদিয়ালীর মোঃ নাহিদ (২৮), মোঃ পলাশ (৩৫), মোঃ আলম (৩০) ও মোঃ ইউসুফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।