Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আলেপ্পোয় বিমান হামলায় নিহত ৮১

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোতে রুশ ও সিরীয় বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা ৮১ জনে বৃদ্ধি পেয়েছে। এরা সবাই বেসামরিক লোক। গত বুধবার এ হামলা চালানো হয়। উদ্ধার কাজে নিয়োজিত আলেপ্পোভিত্তিক সংগঠন হোয়াইট হেলমেটসের মুখপাত্র ইব্রাহিম আবু লেথ আল-জাজিরাকে বলেছেন, ধ্বংসস্তূপের ভিতর থেকে এখনো মানুষজনকে উদ্ধার করা হচ্ছে। আলেপ্পোর ফেরদৌসেই কেবল ৪৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইব্রাহিম। ফরিদা নামে সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন, কী লক্ষ্য করে যে হামলা চলছিল তা পরিষ্কার নয়। সিরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গত সপ্তাহে বলা হয়েছিল, তারা আলেপ্পো থেকে মানুষদের বেরিয়ে যাওয়ার সুযোগ দেবে। তবে পরিস্থিতি সেরকম হয়নি বলে উঠে এসেছে আল-জাজিরার প্রতিবেদনে। সিরিয়ায় শান্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার আলোচনা স্থগিতের ঘোষণার পরপরই এ হামলা চালানো হলো। আল-জাজিরা।



 

Show all comments
  • Bobbie ২৫ ডিসেম্বর, ২০১৬, ২:০৫ পিএম says : 0
    Real brain power on diplsay. Thanks for that answer!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলেপ্পোয় বিমান হামলায় নিহত ৮১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ