Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুরার দিনে কাবুলে হামলা, নিহত ১৪

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠানের প্রস্তুতিকালে শিয়াদের ওপর সশস্ত্র ব্যক্তিদের হামলায় ১৪ জন নিহত হয়েছে। এ সময় পুলিশের বিশেষ বাহিনীর গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছে বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদিকি জানিয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার কিছুক্ষণ আগে কাবুলের অন্যতম বড় শিয়া মাজার কারতে সাকিতে এই হামলা হয়। হামলায় আরও ৩৬ জন আহত হয়েছেন। তবে কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করেনি। ১ হাজার ৩৩৬ বছর আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন ইয়াজিদি বাহিনীর হাতে শহীদ হন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশুরার দিনে কাবুলে হামলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ