Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে সাবেক মন্ত্রীর এপিএস ফুয়াদ গ্রেফতার

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ৩:০৫ পিএম

দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস বহিষ্কৃত যুবলীগ নেতা এএইচএম ফুয়াদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুর মামলারও আসামি।
সহ তার নামে আরো একাধিক মামলা আছে বলে পুলিশ নিশ্চিত করছেন।


ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অত্মগোপনে থাকা ফুয়াদকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে দুটি মানি লন্ডারিং ও আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুর মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। এছাড়াও তার বিরুদ্ধে ডজন খানেক মামলা রয়েছে। পুলিশ অফিস গনমাধ্যম কে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ