Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

১ কোটি ২০ লাখ টাকায় সিলেট ছাত্রলীগের কমিটি বিক্রির অভিযোগ

প্রতিবাদে বিকেলে সংবাদ সম্মেলন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ২:১৮ পিএম

কেন্দ্র ঘোষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি মানছে না স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল দুপুরে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ দীর্ঘ প্রায় ৪ বছর পর বহুল প্রত্যাশিত কমিটি ঘোষনা করেছিল। কিন্তু কমিটি ঘোষনার কয়েক ঘন্টার মধ্যেই উত্তাল হয়ে উঠে সিলেট নগরীর রাজপথ। বিকেলে এক ক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সহ টায়ার জ¦ালিয়ে সড়ক অবরোধ করে নগরীতে। তারা দৃড়ভাবে ঘোষিত কমিটিকে প্রত্যাখান করে। এমনকি অভিযোগ করে ঘোষিত কমিটির ৪ টি পদ বিক্রি করা হয়েছে ১ কোটি ২০ লক্ষ। প্রতি পদে ৩০ লাখ টাকা করে প্রদান করা হয়েছে কেন্দ্রিয় নেতৃবৃন্দকে। আর্থিক লেনদেও কমিটি প্রদানের এমন বক্তব্যে তোড়পাড় চলছে নেট দুনিয়ায়। প্রকাশ্যে এ অভিযোগ তোলে বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ। এছাড়া ঘোষিত জেলা কমিটির সাধারন সম্পাদক রাহেল সিরাজের বাসায় হামলার ঘটনাও ঘটেছে । সবমিলিয়ে সিলেট ছাত্রলীগে ক্ষোভের আগুণ দেখা দিয়েছে। টান টান উত্তেজনায় বিরাজ করছে সিলেট ছাত্রলীগের রাজনীতিতে। এ অবস্থায় আজ অজ বুধবার বিকালে ২.৩০ মিনিটে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন ছাত্রলীগ কমিটিকে প্রত্যাখানকারী স্থানীয় ছাত্রলীগ নেতাকমীরা। সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচির ডাক জানাতে পারেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ