Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে করোনার টিকা নেয়ার সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়াল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

সারাদেশে করোনার টিকা নেয়া মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৫ কোটি। এ বছরের ২৭ জানুয়ারী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সেমাবার পর্যন্ত টিকা নেয়া মানুষের সংখ্যা ৫ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৬৯ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে টিকার ১ম ডোজ নিয়েছেন ৩ কোটি ৬৯ লাখ ১৯ হাজার ৩৪৭ জন এবং ২য় ডোজ নিয়েছেন ১ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৭২২ জন। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তির সূত্রে জানা গেছে, দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা। সোমবার পর্যন্ত টিকা গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৩৫৮ জন এবং পাসপোর্টের মাধ্যমে ৬ লাখ ৯৩ হাজার ৬৯৯ জনসহ মোট ৫ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৫৭ জন নিবন্ধন করেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ১১ অক্টোবর পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৪০৭ জন। যার মধ্যে ১ম ডোজ নিয়েছেন ৭৮ লাখ ১৪ হাজার ৪৫৭ জন এবং ২য় ডোজ নিয়েছেন ৫৪ লাখ ২৫ হাজার ৯৫০ জন। ফাইজারের ২ ডোজ টিকা নিয়েছেন ৩ লাখ ২ হাজার ৮২২ জন। যার মধ্যে ১ম ডোজ নিয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৯৪৫ জন এবং ২য় ডোজ নিয়েছেন ৫৩ হাজার ৮৭৭ জন। সিনোফার্মের টিকা নিয়েছেন ৩ কোটি ৬৪ লাখ ৮৯ হাজার ৮৪১ জন। যার মধ্যে ১ম ডোজ নিয়েছেন ২ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৪৪৯ জন এবং ২য় ডোজ নিয়েছেন ১ কোটি ৩ লাখ ২৩ হাজার ৩৯২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ