Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাভারে বিধি না মেনে বহুতল ভবন

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

ঢাকার সাভারে অধিকাংশ বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রেই রাজউকের বিধিমালা মানা হচ্ছে না। বিশেষ করে বাড়ি নির্মাণের সময় আবশ্যিক উন্মুক্ত স্থান ছাড়ছেন না অধিকাংশ বাড়ির মালিক। ক্ষতিগ্রস্থরা প্রতিকার চেয়ে পৌরসভায় অভিযোগ দায়ের করলেও এ পর্যন্ত কোনো অভিযোগেরই সুরাহা হয়নি। অনেক ক্ষেত্রে অভিযোগকারীরা উল্টো হয়রানির শিকার হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, পৌরসভা অভিযোগ নিয়েই চুপ থাকে। কিছু কিছু ক্ষেত্রে নোটিশ দেয়। বেশিরভাগ ক্ষেত্রে পৌরসভার কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী নোটিশের ভয় দেখিয়ে অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে মোটা অংকের উৎকাচ নিয়ে বিষয়টি ধামাচাপা দিয়ে দেয়।

জানা গেছে, সাভার পৌর এলাকার বাজার বাসস্ট্যান্ডের কাছে ৩নং ওয়ার্ডের বি-১১৯/৩ জালেশ্বর হোল্ডিংএ ১৩ শতাংশ জমিতে একটি ৭ তলা ভবনের উপর আবার একটি টিনসেড নির্মাণ করছেন সেলিম রেজা। ভবনটি সুপার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

রাজউকের বিধি না মেনে ভবন তৈরির বিষয়ে সুপার ক্লিনিকের বিরুদ্ধে সাভার পৌরসভায় লিখিত ও মৌখিক অভিযোগ দেন একাধিক ভুক্তভোগী। এ বিষয়ে তথ্য অধিকার আইনে পৌরসভার কাছে তথ্য চাওয়া হলে পৌরসভা থেকে সুপার ক্লিনিকের ভবনটির যে তথ্য ও নকশা সরবরাহ করা হয়েছে তাতে ভবন তৈরিতে ব্যাপক অনিয়ম দেখা গেছে।

পৌরসভা থেকে দেওয়া অনুমোদিত নকশা অনুযায়ী জমিতে বহুতল ভবন করতে হলে চারপাশ থেকে জমি ছাড়তে হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবন নির্মাণের ক্ষেত্রে আবশ্যিক উন্মুক্ত স্থান ছাড়া হয়নি। নকশায় ভবনটির নিচ তলায় গাড়ি পার্কিং থাকলেও সেখানে কোন পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়নি। গাড়ি পার্কিংয়ের স্থানে ফামের্সি ও ইমার্জেন্সি বিভাগ করা হয়েছে। ভবনটির গুরুত্বপূর্ণ ফটক তালাবদ্ধ করে রেখে সেখানে জেনারেটর বসানো হয়েছে। অনেকের অভিযোগ কোন দুর্ঘটনা ঘটলে ভবন থেকে বের হওয়ার গেইটটিও বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ।
সুপার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক সেলিম রেজা নকশার নিয়ম না মেনে ভবন তৈরির কথা স্বীকার করে বলেন, ভবনের নীচে পার্কিং না করে বাইরে অন্য জায়গায় করেছি। তাছাড়া অনেকেইতো বহুতল ভবন তৈরিতে কোন নিয়ম মানেনি। তাহলে শুধু আমার বিরুদ্ধে অভিযোগ কেন উল্টো প্রশ্ন করেন তিনি।

এ প্রসঙ্গে জানতে সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইমামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সুপার ক্লিনিকের ভবনের বিষয়টি নিয়ে কোন কথা না বলে স্বাক্ষাতে কথা বলতে বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বহুতল ভবন

৮ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ