Inqilab Logo

বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

চসিকে চাকরি পেলেন নালায় নিখোঁজ সালেহ আহম্মদের ছেলে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ৯:৫৬ পিএম

চট্টগ্রাম নগরীর মুরাদপুরে নালায় পড়ে নিখোঁজ সেই সবজি বিক্রেতা মো. সালেহ আহমদের ছেলে সাদেকুল মহিমকে চাকরি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তবে কোন পদে চাকরি দেয়া হচ্ছে তা জানানো হয়নি এখনো। মঙ্গলবার কর্পোরেশন কার্যালয়ে সাদেকুল মহিমকে চাকরির বিষয়টি নিশ্চিত করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। আগামী ১ নভেম্বর থেকে তাকে কাজে যোগ দেয়ার পরামর্শ দেন তিনি।

এদিকে চাকরি পেয়ে খুশি সাদেকুল মহিম। পড়ালেখার পাশাপাশি এই চাকরি চালিয়ে নেয়ার আগ্রহ তার। গত ২৫ আগস্ট নগরীর মুরাদপুর এলাকায় পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন ৫৫ বছর বয়সী সবজি বিক্রেতা মো. সালেহ আহমদ। তার বাড়ি পটিয়ার মনসার টেক এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ