Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ধানক্ষেতে যুবকের লাশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ৭:৫৮ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ধানের ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার এ লাশ উদ্ধার করা হয়। যুবকের পরনে জিন্স প্যান্ট, টি-শার্ট ও গেঞ্জি আছে।

পুলিশ জানায়, মহাজন বাড়ি এলাকার ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। দুপুর আড়াইটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের গায়ে আঘাতের যে চিহ্ন রয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে চুরির ঘটনায় শর্ট সার্কিটের বিদ্যুৎ থেকে তার মৃত্যুু হয়েছে। তার সঙ্গে থাকা দুর্বৃত্তরা লাশটি ধান ক্ষেতে রেখে পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ