Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ট্রেন চালু করল জার্মানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ৪:২১ পিএম

বিশ্বে সর্বপ্রথম স্বয়ংক্রিয় ট্রেন উন্মোচন করল জার্মানি। গতকাল সোমবার (১১ অক্টোবর) জার্মানির রেল পরিচালনা সংস্থা ডয়চে বাহন ও শিল্প গ্রুপ সিমেন্সের যৌথ উদ্যোগে হামবুর্গ শহরে ট্রেনটি উন্মোচন করা হয়। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি

এএফপির প্রতিবেদনে বলা হয়, চালক না থাকায় ট্রেনটি আরো সময়ানুবর্তী হবে এবং সাধারণ ট্রেনগুলোর চেয়ে আরও জ্বালানিসাশ্রয়ী হবে। চারটি ট্রেন আগামী ডিসেম্বর থেকে যাত্রীবহন শুরু করবে। বর্তমানে অবকাঠামোতেই জার্মানির উত্তরাঞ্চলের শহরগুলোতে ট্রেনগুলো চলবে।

ফ্রান্সের রাজধানী প্যারিস ও বিভিন্ন বিমানবন্দরে স্বয়ংক্রিয় ট্রেন থাকলেও সেগুলো বিশেষ একটি অবকাঠামোতে পরিচালিত হয়। তবে জার্মানির ট্রেনটি সাধারণ অবকাঠামো দিয়ে চলতে পারবে।

হামবুর্গের রেলব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ৭০ মিলিয়ন ডলার খরচ করে এই ট্রেনগুলো নামানো হয়েছে।
এ নিয়ে ডয়চে বাহনের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড লুতজ বলেন, স্বয়ংক্রিয় ট্রেন আরও নির্ভরযোগ্য পরিষেবা দিতে পারবে। এটিতে নতুন কোনো রাস্তা লাগবে না।
একটি বিবৃতিতে ডয়চে বাহনের পক্ষ থেকে বলা হয়, ট্রেনটি আধুনিক প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে। একজন চালক উপস্থিত থাকবেন পুরো যাত্রা দেখভাল করার জন্য। সূত্র : এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ