Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘টিকা না নিলে চাকরি নেই’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ১১:৪৬ এএম

বিশ্বে যে কয়টি দেশ করোনায় মোকাবেলায় সফল তার মধ্যে নিউজিল্যান্ড অন্যতম। এদিকে বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও যেসব স্বাস্থ্যকর্মী ও শিক্ষক-শিক্ষিকা করোনা টিকার ডোজ নেওয়া থেকে বিরত থাকছেন, তাদের জন্য ‘টিকা না নিলে চাকরি নেই’ নীতি নিয়েছে নিউজিল্যান্ডের সরকার।

এক প্রতিবেদনে বার্তা-সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার নিউজিল্যান্ড সরকারের করোনা প্রতিরোধ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় যুগপৎভাবে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, ১ ডিসেম্বরের মধ্যে নিউজিল্যান্ডের যেসব ডাক্তার ও নার্স করোনা টিকার দুই ডোজ নিতে ব্যর্থ হবেন, পরের দিন ২ ডিসেম্বর থেকে তাদের চাকরি থাকবে না।

শিক্ষক-শিক্ষিকাদের জন্য এই মেয়াদ অবশ্য আরও এক মাস বাড়ানো হয়েছে। অর্থাৎ, ২০২২ সালের জানুয়ারির ১ তারিখের মধ্যে দেশটির যেসব শিক্ষক-শিক্ষিকা টিকার দুই ডোজ সম্পূর্ণ না করবেন, পরের দিন ০২ জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে তাদেরকে।

নিউজিল্যান্ডের করোনা প্রতিরোধ মন্ত্রী ক্রিস হিপকিন্স, যিনি একই সঙ্গে দেশটির শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করছেন- সোমবার এক বার্তায় তিনি বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে আমাদের সবচেয়ে কার্যকর অস্ত্র টিকা এবং এক্ষেত্রে আমরা কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত নই।’

নিউজিল্যান্ডের চিকিৎসা বিষয়ক সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান দ্য রয়্যাল নিউজিল্যান্ড কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্সের প্রেসিডেন্ট সামান্থা মর্টন এক টুইটবার্তায় সরকারের এই পদক্ষেপকে ‘দৃঢ়, কিন্তু জরুরি’ বলে উল্লেখ করেছেন।

নিউজিল্যান্ডের মাধ্যমিক স্কুলগুলোতে পড়ুয়া শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে সোমবারের সরকারি বিজ্ঞপ্তিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ