Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাইওয়ানের প্রেসিডেন্টের বক্তব্যে চীনের নিন্দা

চীনে বন্যার কারণে ২০ লাখের মতো মানুষ বাস্তুচ্যুত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

জাতীয় দিবসে তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েনের দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে চীন সরকার। স্থানীয় সময় রোববার বেইজিংকে কড়া হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন বলেন, তাইওয়ান কখনও চীনের কাছে মাথা নত করবে না। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিজেদের প্রতিরক্ষা বলয় জোরদার করার কথাও জানান তিনি। চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয় থেকে রোববার জানানো হয়, তাইওয়ান স্বাধীন হতে চাওয়ার কারণে আলোচনার দ্বার বন্ধ হয়ে যাচ্ছে। এ ধরনের বক্তব্য উসকানিমূলক ও তথ্যের বিকৃতি ঘটিয়েছে। স্থানীয় সময় শনিবার তাইওয়ানকে পুনরায় একত্র করার ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে শান্তিপূর্ণভাবেই তাইওয়ানকে একত্র করা হবে বলে জানান তিনি। চীনের প্রেসিডেন্টের এ অঙ্গীকার ঘোষণার পরিপ্রেক্ষিতে তাইওয়ানের প্রেসিডেন্ট পাল্টা হুঁশিয়ারি দেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেইজি ধারাবাহিকভাবে তাইওয়ানকে রাজনৈতিক ও সামরিক চাপের মুখে ফেলেছে। প্রতিনিয়ত তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান টহল দিচ্ছে। অক্টোবরের প্রথম সপ্তাহেই বেইজিংয়ের ১৪৯টি সামরিক বিমান টহল দিয়েছে তাইওয়ানের আকাশ সীমায়। তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই তাইওয়ানকে একত্র করার ঘোষণা দেন শি জিনপিং। চীন তাইওয়ানকে তাদের নিজস্ব রাজ্য দাবি করে আগ্রাসন চালিয়ে আসছে। যদিও তাইওয়ান তাদের স্বতন্ত্র বলে দাবি করে। সম্প্রতি তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপগ্রহণ, চীনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আল-জাজিরা এ খবর জানায়। অপরদিকে, বন্যার কারণে চীনের সাংহাই প্রদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য বলছে, বন্যায় সাংহাইয়ের ১৭ লাখ ৬০ হাজারের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খবর বিবিসির। গত সপ্তাহেও মুষলধারে বৃষ্টি হয় প্রদেশটিতে। এতে ৭০টির বেশি জেলায় বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। ঘটেছে ভ‚মিধসের ঘটনাও। কর্তৃপক্ষ জানায়, ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। তিন মাস আগেও দেশটির হেনান প্রদেশে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে তিনশ মানুষের মৃত্যু হয়। বহু ঘরবাড়ি, স্থাপনা বিধ্বস্ত হয়। চীনের আবহাওয়াবিষয়ক প্রশাসন স্থানীয় গণমাধ্যমকে জানায়, ভারী ও দীর্ঘ বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ সিনহুয়া নিউজ এজেন্সিকে জানায়, এক লাখ ২০ হাজার মানুষকে তাৎক্ষণিকভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং পুনর্বাসিত করা হয়েছে। সাংহাই প্রদেশজুড়ে ১৭ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলেও জানায় তারা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লােবাল টাইমস জানিয়েছে, ভূমিধসে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। যদিও আর হতাহতের খবর পাওয়া যায়নি। চলতি বছরের শুরুতে হেনান প্রদেশের বন্যায় বিপর্যস্ত হওয়ার চেয়ে খারাপ অবস্থা হতে পারে সাংহাইয়ের। আল-জাজিরা, সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাইওয়ান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ