নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বাড়তি রোমাঞ্চ। প্রতিটি বল ঘিরেই জমে থাকে উত্তেজনা। তবে ক্রিকেটের আধুনিকতম সংস্করণে এতদিন ছিল না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার। পুরুষদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ব্যবহার হবে এই প্রযুক্তি।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে রিভিউ রাখার বিষয়টি জানিয়েছে আইসিসি। প্রতিটি দল চাইলে ইনিংসে দুইটি করে রিভিউ নিতে পারবে। গত জুলাইয়ে ইনিংস প্রতি দুইটি রিভিউ নিতে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। মূলত করোনাভাইরাসের কারণে বিশ্বকাপে অভিজ্ঞ আম্পায়ারদের অনুপুস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেয় তারা।
যদিও এই বিশ্বকাপে অভিজ্ঞ আম্পায়াররাই দায়িত্ব পালন করবেন, তবুও এক রিভিউতে ফেরেনি আইসিসি। এছাড়া আরও একটি নতুন নিয়ম এনেছে আইসিসি। এতদিন পাঁচ ওভার খেলা হলেই কোনো ম্যাচের ফল আসতো।
এই নিয়ম থাকবে বিশ্বকাপের গ্রুপপর্বেও। কিন্তু সেমিফাইনালে ও ফাইনালে বদলে যাবে সেটি। অন্তত ১০ ওভার খেলা না হলে পরিত্যক্ত ঘোষণা করা হবে ম্যাচটি।
পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিআরএস প্রথম হলেও ২০১৮ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিল রিভিউ সিস্টেম। তাদের ২০২০ সালের বিশ্বকাপেও বহাল ছিল এই নিয়ম। অন্যদিকে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সর্বশেষ হয়েছিল ২০১৬ সালে। তখন টি-টোয়েন্টিতে ডিআরএসের ব্যবহার শুরু হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।