Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ কেমন ডিআরএস!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

স্নিকোমিটার নেই। নেই আল্ট্রা-এজও। কিন্তু তারপরও আছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। তাতে আসরের তিন ম্যাচ মাঠে গড়াতে না গড়াতে এ নিয়ে উঠেছে নানা বিতর্ক। প্রশ্ন উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মান নিয়ে। তবে এ প্রযুক্তির ব্যবহার কেন হচ্ছে না তার কারণ জানালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাহউদ্দিন। পাশাপাশি এ প্রযুক্তি রাখার দাবীও জানিয়েছেন তিনি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সিলেট সিক্সার্সের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লক্ষ্য ছোট হলেও তাড়া করতে গিয়ে ঘাম ছুটে গিয়েছিল তাদের। আর এ অন্যতম কারণ ছিল দলের সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথের আউট। আল-আমিন হোসেনের একটি বলে খোঁচা মারতে গিয়ে আউট হয়েছেন সাবেক অজি অধিনায়ক। তবে শুরুতে আউট দেননি আম্পায়ার। পরে রিভিউ নেওয়ায় তৃতীয় আম্পায়ার আউট দেন। কিন্তু রিপ্লেতে খুব ভালোভাবে তা বোঝা যায়নি।
আর তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসে সংবাদ সম্মেলনে। এ নিয়ে কোন ক্ষোভ প্রকাশ করেননি কুমিল্লার কোচ। এ পদ্ধতি যে থাকছে না তা আগেই জানতেন সালাহউদ্দিন, ‘এটা নিয়ে আমাদের কথা হয়েছিল (টুর্নামেন্টের আগে)। কিন্তু এখানে আসলে স্নিকো ও আল্ট্রা এজ আনতে অনেক টাকা লাগে। এটা হয়তো যারা করছে তারা দেয়নি। এটা আমাদের সাথে আগেই কথা হয়েছে। এই কারণে আমাদের কিছু বলার নেই। শুধু হক-আই থাকবে, অন্য কিছু থাকবে না, এটা আমাদের সাথে আগেই কথা হয়েছে।’
ফ্র্যাঞ্চাইজিদের আগে জানানোয় হয়তো ক্ষোভ বাড়ছে না দলগুলোর। কিন্তু তাতে বিতর্ক বেড়েছে। বিশেষ করে সামাজিক মাধ্যমে এ নিয়ে রাজ্যের আলোচনা-সমালোচনা। সব প্রযুক্তি না থাকায় খুব একটা যে লাভবান হবেন তা সে কথা আয়োজকদের জানিয়েছিলেনও সালাহউদ্দিন, ‘আমরা বলেছিলাম, এটা থাকাতে খুব একটা যে লাভ হচ্ছে তা কিন্তু না। শুধু লেগ বিফরের ক্ষেত্রে হয়তো ঠিক সিদ্ধান্তটা আসছে, আর বাকি গুলোয় সন্দেহ থাকতেই হচ্ছে।’
এদিকে দেশের আয় যেমন বেড়েছে, বেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়ও। তাই বিপিএলের মান অনুযায়ী খুব শীগগিরই সব প্রযুক্তির ব্যবহার শুরু করা উচিত বলে মনে করেন সালাহউদ্দিন, ‘আমার মনে হয় এখন যেই সময় এসেছে আমাদের, এগুলো আমাদের অবশ্যই থাকা উচিত। আমরা তো মধ্যম আয়ের দেশ হয়ে গেছি, এখন তো আসলে এগুলো থাকাই উচিত।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিআরএস!

৭ জানুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ