Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুস্থ হয়ে গানে ফিরেছি-রিংকু

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ছিলেন বাউল, মরমি ও সুফি ঘরানার তরুণ গায়ক রিংকু। গত দশ মাস অসুস্থ অবস্থায় ছিলেন। গত বছরের ডিসেম্বরে স্ট্রোক করে প্যারালাইজড হয়েছিলেন তিনি। এ কারণে ফিরে গিয়েছিলেন গ্রামে। কিছুটা সুস্থ্য হয়ে গত আগস্টের শেষে আবার ঢাকা ফিরেছেন তিনি। জানান, শারীরিক অবস্থা এখন বেশ ভালো। ইতোমধ্যে গানেও ফিরছি। রিংকু বলেন, দ্বিতীয়বারের মতো স্ট্রোক হয়েছিল এটা। স্ট্রোক করার পর আমার ডান পা ও হাত প্যারালাইজড হয়ে যায়। এরপর গ্রামেই ছিলাম। এখন পুরোপুরি আগের মতোই সক্রিয় হয়েছে হাত-পা। পাশাপাশি সিআরপিতে চিকিৎসা নিচ্ছি। রিংকু জানান, গত ৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার একটি কনসার্টে অংশ নিয়েছেন। এখানে ঘুরতে এসেছিলাম। তবে হুট করেই ছোট পরিসরে কনসার্টের আয়োজন করা হয়। গাইলাম। খুব একটা সমস্যা হয়নি। এছাড়া গত ৭ অক্টোবর জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে আমার নতুন গান ‘মাটির ব্যাংক’। জলিল মাহমুদের কথা ও সুরে এর সংগীত করেছেন মোশাররফ হোসেন সেতু। উল্লেখ্য, রিংকুর সবশেষ গান প্রকাশিত হয় ২০১৯ সালের মার্চে। এর শিরোনাম জিকির। ফলে দুই বছরের বেশি সময় পর তার নতুন গান প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান রিয়েলিটি শোয়ের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে পথচলা শুরু হয় রিংকুর। এরপর বাউল, মরমি ও সুফি গান গেয়ে নিজেকে স্বকীয় এক অবস্থানে নিয়ে গেছেন। শুধু নতুন প্রজন্মই নয়, সব ধরনের শ্রোতাদের কাছে প্রিয় এই গায়ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ