Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসুস্থ হয়ে গান থেকে দূরে রিংকু

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ১২:০১ এএম

ক্লোজআপ তারকা এবং লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিংকুর শারিরীক অবস্থা ভালো নেই। বেশ কয়েক মাস ধরেই রয়েছেন লোকচক্ষুর অন্তরালে। গত বছরের ২৮ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো স্ট্রোকে আক্রান্ত হলে তার শরীর অসাড় ও অবশ হয়ে পড়ে। তবে এখন কিছুটা হাঁটাচলা করতে পারছেন তিনি। রিংকু বলেন, অনেক দিন ধরেই আমি অসুস্থ। গত বছরের ২৮ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো আমার স্ট্রোক হয়। পুরোপুরি বিছানায় পড়ে ছিলাম। এখন ভালো আছি, কিছুটা হাঁটাচলা করতে পারছি। বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। চেষ্টা করছি, সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরার। হয়তো কিছুদিনের মধ্যে সবার দোয়ায় আবারো গানে ফিরতে পারব। উল্লেখ্য, এক যুগেরও বেশি সময় ধরে বাউল, মরমি ও সুফি ঘরানার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন রিংকু। নিয়মিত স্টেজ শো করতেন তিনি। সর্বশেষ ২০১৯ সালের মার্চে জিকির শিরোনামে একটি গানে কণ্ঠ দেন। রিংকুর ভক্ত-অনুরাগীদের চাওয়া, খুব শীঘ্রই সুস্থ হয়ে শ্রোতাদের মাঝে ফিরে আসবেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ