Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রুত গানে ফিরতে চান রিংকু

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ১২:০৬ এএম

লোক গানের জনপ্রিয় সংগীতশিল্পী রিংকু দুই বছর ধরে অসুস্থ। দুইবার স্ট্রোক করে এখন নওগাঁয় নিজ বাড়িতে আছেন। দীর্ঘদিন অসুস্থ থাকায় গান থেকে দূরে আছেন। অসুস্থ অবস্থায়ও গান করার চেষ্টা করে যাচ্ছেন। তবে সুস্থ হয়ে কবে গানে ফিরবেন তা অনিশ্চিত। রিংকু বলেন, গত বছর দুইবার স্ট্রোক করেছি। কিছুদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলাম। বর্তমানে একটু একটু করে সুস্থ হচ্ছি। এরমধ্যেও গান করার চেষ্টা করেছি। আমি দ্রুত গানে ফিরতে চাই। কারণ গানের মধ্যেই আমার জীবন। গান ছাড়া আর কিছু করারও নেই। দোয়া চাইছি সবার কাছে যেন সুস্থ হয়ে আগের মতো গানে ব্যস্ত হতে পারি। লোক গানের এই শিল্পী বলেন, লোক গান আমাদের শেকড়ের গান। এই সময়ে অনেকে লোক গানের আঙ্গিকে গান করছেন। সেটিকেও তারা ফোক গান বলছেন। কিন্তু লোক গানের নিজস্ব ভাষা আছে। অবশ্যই সেটিকে ঠিক রেখে গাইতে হবে। রিংকু জানান, লালনের ১০০ গানের পাশাপাশি বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লোকগান সংগ্রহ করছেন। তিনি বলেন, এটা দীর্ঘ মেয়াদি কাজ। তাই সময় নিয়ে খুব ভালোভাবে কাজটি করতে চাইছি। অনেক লোকগান ছড়িয়ে আছে বিভিন্ন স্থানে, সেগুলো অবশ্যই সংরক্ষণ প্রয়োজন। উল্লেখ্য, ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান এর মধ্য দিয়ে রিংকুর গানের জগতে আবির্ভাব। অল্প সময়ে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। তার পাগলা ঘণ্টা, বাউল মন, জগৎ বন্ধু অডিও অ্যালবামগুলোর মধ্য দিয়ে সংগীতাঙ্গনে নিজের অবস্থান শক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ