বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, স্বাধীনতার দীর্ঘ ৫০ বছরেও দুর্নীতিমুক্ত দেশ গঠন করা সম্ভব হয়নি। আজো জনগণের নাগরিক ও ভোটাধিকার প্রতিষ্ঠা হয়নি। মানুষ ভোট দেয়াও ভুলে যাচ্ছে। বর্তমান সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। জনগণের ভোটাধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
গতকাল সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কদমতলী থানার মেরাজনগর ইউনিট শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাখা সভাপতি মুফতী মুনিরুজ্জামান আলমগীরের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন কদমতলী থানা সেক্রেটারী মুফতী বাছির উদ্দিন মাহমুদ, ৫৯নং ওয়ার্ড শাখা সভাপতি মাওলানা গোলাম রাব্বানী ও সেক্রেটারী হাজী মাসুম আহমদ। বক্তব্য রাখেন মাওলানা মুহিউদ্দিন রূমী, মুহাদ্দিস মুফতী আব্দুল হান্নান, মাওলানা বেলাল হোসাইন ফারুকী, মুফতী মারুফ বিল্লাহ, ইমাম হোসেন পাটোয়ারী। এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, উপদেষ্টা মন্ডলী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ আজ অধিকার থেকে বঞ্চিত। সর্বত্র মজলুম মানুষের আহাজারি পরিলক্ষিত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে মানুষ দিশেহারা। এলপি গ্যাসের দাম দফায় দফায় বাড়ছে। এমতাবস্থায় মজলুম মানুষের মুখে হাঁসি ফুটাতে হলে এবং নাগরিক ও ভোটের অধিকার ফিরে পেতে হলে সবাইকে ইসলামের সুমহান আদর্শের পতাকাতলে ফিরে আসতে হবে। ইসলাম ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়। পরে নবগঠিত ইউনিট কমিটি ও উপদেষ্টা পরিষদকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।