Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ৭:২৯ পিএম

প্রথমবারের মতো বিশ্ব সুন্দরী নারী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আঞ্চলিক ইভেন্ট বা সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আগামী নভেম্বরের দিকে নারীদের এ সৌন্দর্য প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বৃহস্পতিবার দুবাইয়ের বুর্জ খলিফার আরমানি হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।
মার্কিন আর্থিক তহবিলে অনুষ্ঠিত এ সৌন্দর্য প্রতিযোগিতা বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করা হয়ে থাকে। কানাডা, ফ্রান্স ও দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য দেশে এ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুবাইয়ে এ মিস ইউনিভার্স প্রতিযোগিতার আঞ্চলিক ইভেন্টটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের আল হাবতুর সিটির লা পার্লেতে।
ওই সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি বলেছে, দুবাইয়ে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স প্রতিযোগিতার এ আঞ্চলিক ইভেন্টে দুবাইয়ের নারীরা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নেয়া নারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। অক্টোবর মাসের ৭ তারিখের মধ্যে প্রতিযোগীদের নিবন্ধন করতে হবে।
১৫ অক্টোবর তারিখ থেকে এসব প্রতিযোগীদের মধ্য থেকে সুন্দরী নারীদের নির্বাচিত করা হবে। পরে ২০ অক্টোবর তারিখে ৩০ নারী মডেলকে নির্বাচিত করা হবে। এসব সুন্দরী নারী মডেলদেরকে সরাসরি টিভি সম্প্রচারে নেয়া হবে। পরে ৭ নভেম্ব তারিখ রাতে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীকে নির্বাচিত করা হবে।
দুবাইয়ের এ আঞ্চলিক ইভেন্টে যিনি বিজয়ী হবেন তিনি ডিসেম্বরের দিকে সরাসরি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিবেন।
প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দুবাইয়ের এ আঞ্চলিক ইভেন্টের আয়োজন কমিটিতে আছেন ইউজেন ইভেন্টসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জোশ ইউজেন, দুবাইভিত্তিক ফ্যাশন ডিজাইনার ফুরনে আমাতো, সাবেক ব্রিটিশ-ফিলিপিনো বিউটি কুইন ম্যাগি উইলসন, সমাজসেবী আলাফ মেকি, মানবতাবাদী জেল আলি ও এমারের ব্যবস্থাপক শরিহান আল-মাশারি।
১৯৫২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতা শুরু হয়। এটা বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে এ সুন্দরী প্রতিযোগিতার আয়োজনে মূল পৃষ্ঠপোষক ছিলেন।



 

Show all comments
  • jack ali ১০ অক্টোবর, ২০২১, ৮:৩৮ পিএম says : 0
    মায়ের পায়ের তলে বেহেস্ত আর এইসব অসভ্য জংলি মেয়েগুলা নিজেদেরকে বাজারের পণ্য হিসাবে বিক্রি করছে বিনা পয়সায় নাউজুবিল্লাহ নবী বলে গেছেন এইভাবে যে বানী ইসরাইল ধ্বংস হয়েছিল মেয়েদের জন্য মুসলিমরাও ধ্বংস হবে এইসব অসভ্য উলঙ্গ মেয়েদের জন্য
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ