প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে, স্থ’লকায় বা মোটা নারীদের নিয়ে সৌন্দর্য প্রতিযোগিতা। প্রতিযোগিতার নাম ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’। রিয়েল হিরোজ এক্স প্রো অ্যান্ড কমিউনিকেশনস এই প্রতিযোগিতার আয়োজন করছে। ইতোমধ্যে প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে অডিশন দিয়েছেন ৩০০ জন প্রতিযোগী। তাদের মধ্য থেকে বাছাই করে ৭০ জনকে পরবর্তী রাউন্ডের জন্য চূড়ান্ত করা হয়েছে। অডিশনে বিচারক হিসেবে ছিলেন চিত্রনায়িকা রোজিনা, নির্মাতা চয়নিকা চৌধুরী, চিত্রনায়ক ইমন প্রমুখ। অডিশন ও গ্রুমিং পর্ব শেষে বর্তমানে এ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল সিলেকশন চলছে বলে জানা যায়। এ প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে, স্থুলকায় বা মোটা নারীদের প্রতিনিয়ত নানা কটাক্ষ ও সমালোচনার শিকার হতে হয়। শুধু শারীরিক গড়নের কারণে অনেকেই তাদের হেয় করে। অথচ তাদের মধ্যেও থাকে প্রতিভা। এই প্রতিভা ফুটিয়ে তোলার জন্যই এই আয়োজন করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠানের প্রধান মালা খন্দকার বলেন, কে কতটা ফর্সা বা মোটা তার কোনো গুরুত্ব নেই এই প্রতিযোগিতায়। বডি শেমিং বন্ধ করো-এটি আমাদের প্রথম স্লোগান। প্রতিযোগিদের মধ্যে কে কতটা ফর্সা, কতটা মোটা, কার উচ্চতা কত, এসব গুরুত্ব দিচ্ছি না। আন্তর্জাতিক কিছু নিয়ম অনুযায়ী নির্বাচন করছি। তাদের মধ্যে নাচ, গান, আবৃত্তি, ক্যাটওয়াক ইত্যাদি বিষয়গুলো বিচার করছি। সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি প্রতিযোগীদের আত্মবিশ্বাস বাড়ানোর দিকে। কারণ এখান থেকে বের হওয়ার পর তারা যেন সুন্দরভাবে, আত্মবিশ্বাসের সঙ্গে জীবনযাপন করতে পারেন। প্রতিযোগিতায় বিজয়ীকে ঢাকা টু দুবাই ভ্রমণের সুযোগ দেওয়া হবে। সেই সঙ্গে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে উপহারসামগ্রী দেওয়া হবে। তা ছাড়া অভিনয় ও র্যাম্পে হাঁটার সুযোগ পাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।