Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরাগে দ্বিতীয় দিনের উদ্ধারকাজ চলছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ১২:১৩ পিএম

রাজধানীর অদূরে আমিনবাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় এখনো দুইজন নিখোঁজ রয়েছেন। রোববার (১০ অক্টোবর) সকালে দ্বিতীয় দিনের মধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরিরা অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকাজ শুরু করেছেন।

এর আগে এই ট্রলারডুবির ঘটনায় উদ্ধার করা হয়েছে পাঁচজনের লাশ। নদীতে তীব্র স্রোত ও আলোকস্বল্পতার কারণে শনিবার উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল। রোববার নৌবাহিনীর দুটি দলের নয় জন ডুবুরি অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরিরাও অভিযানে নেমেছেন। তারা বিভিন্ন স্পটে উদ্ধার অভিযান শুরু করেছেন।

নৌবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা স্থানীয়দের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছি নদে ডুবে যাওয়া ট্রলারের সাতজন নিখোঁজ ছিলেন। তার মধ্যে গতকাল পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

তিনি বলেন, রোববার সকাল ৭টা থেকে নৌবাহিনী দুটি দলে মোট নয় জন ডুবুরি অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন। এ পর্যন্তও নিখোঁজ দুইজনের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ