Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভালো পারফরম্যান্সে পুরস্কার গাফিলতিতে কঠোর ব্যবস্থা

বিএমপি কমিশনার

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

বিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান পুলিশকে আইনশৃঙ্খলাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন। সভার শুরুতেই তিনি বিগত মাসের খাতওয়ারী অপরাধ চিত্রের সাথে পূর্ববর্তী মাস এবং আগের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক খাতওয়ারী অপরাধ চিত্র, থানায় বিরোধ নিষ্পত্তি ও গুরুত্বপূর্ণ মামলার বিবরণী পর্যালোচনা করেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে প্রদেয় নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির জোর তাগিদ দেন।
পুলিশ কমিশনার সেবা প্রদানে আরও দক্ষতা, পারদর্শিতা বৃদ্ধির তাগিদ দিয়ে সাজা ও ওয়ারেন্ট তামিলে আন্তরিক হয়ে কাজ করারও নির্দেশনা দেন। তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, এক্ষেত্রে ভালো পারফরম্যান্সে যেমনি উন্নত পুরস্কার থাকে, তেমনি কোন অফিসারের মামলা তদন্ত ও নিষ্পত্তিতে গাফিলতি পেলে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রাষ্ট্রের কর্মচারী হিসেবে সকলের আন্তরিক অংশগ্রহণে একটি নিরাপদ নগরী উপহার দেয়া সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর দফতর) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেন্স অ্যান্ড প্রসিকিউশন) মো. মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) খান মুহাম্মদ আবু নাসের এবং উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. মনজুর রহমানসহ বিএমপি’র শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুরস্কার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ