প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী, সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন সঙ্গীতশিল্পী কোনাল। তার এই পুরস্কার পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। সমালোচনা তাকে নিয়ে নয়, তিনি যে গানটি গেয়ে পুরস্কার পেয়েছেন, সেই গান নিয়ে। অভিযোগ উঠেছে, তার গাওয়া একটি নকল গানকে পুরস্কার দেয়া হয়েছে। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘বীর’ সিনেমায় ‘ভালোবাসার মানুষ তুমি’ গানটি ব্যবহার করা হয়। অভিযোগ উঠেছে, অবুঝ হৃদয় সিনেমায় রুনা লায়লার গাওয়া জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ গানের ব্রিজলাইন জুড়ে দিয়ে গানটির কথা লেখা হয়েছে। গানটি লিখেছেন কবির বকুল। ভারতের সঙ্গীত পরিচালক আকাশ সেনের সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দেন ইমরান ও কোনাল। এখানেই অনেকের আপত্তি। তারা প্রশ্ন তুলে বলছেন, যে গান গেয়ে রুনা লায়লা জাতীয় পুরস্কার পাননি, সে গানের প্রথম লাইন নিয়ে তৈরি একটি গান গেয়ে আরেকজন শিল্পী কিভাবে পুরস্কার পেল? তারা বলছেন, একটি পুরনো জনপ্রিয় গানের লাইন অনুমতি ছাড়াই ব্রিজলাইন হিসেবে ব্যবহার করা হয়েছে এই গানে। যা কপিরাইট আইনের লঙ্ঘন। এমন গানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে কপিরাইট আইনকে খাটো করা হয়েছে। সেইসঙ্গে অন্যের গান অনুমতি ছাড়া ব্যবহারেও উৎসাহিত করা হয়েছে। এতে মৌলিক গানের পুরস্কার পাওয়ার পথ কণ্টকাকীর্ণ করা হয়েছে। এই বিতর্কের মধ্যে বীর সিনেমার প্রযোজক মোহাম্মদ ইকবালও বিব্রত। তিনি বলেছেন, গানটি করাই হয়েছে ‘তুমি আমার জীবন’ গানটিকে সামনে রেখে। আমাদের পুরনো দিনের সিনেমার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ট্রিবিউট ছিল গানটি। সেখানে এর নাম বদলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জমা দেয়া ও পুরস্কার পাওয়ার বিষয়টি স¤পর্কে আমি অবগত নই। আমার দৃষ্টিতে অন্যায় হয়েছে। তিনি বলেন, যেখানে গানটি গেয়ে রুনা লায়লা জাতীয় পুরস্কার পাননি, সেখানে এই গানের এক লাইন ব্যবহার করে পুরস্কার পাওয়ার বিষয়টি আমার মনেও প্রশ্নের উদ্রেক করেছে। তিনি বলেন, অন্য একটি সিনেমা থেকে দুটি জনপ্রিয় লাইন এ গানে ব্যবহার করা হয়েছে। এ গান কেমন করে পুরস্কার পেল, বুঝলাম না। আমি দেখে আসছি, যারা মৌলিক গান গেয়ে থাকে তারাই এই পুরস্কার পায়। আমাদের গানটি সেরা শিল্পী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর থেকেই আমি বির্তকের মুখে রয়েছি। তথ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে গানটির নাম ‘ভালোবাসার মানুষ তুমি লেখা হয়েছে। তবে সিনেমায় অভিনয় করা শাকিব খানের এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি ‘তুমি আমার জীবন’ নামেই প্রকাশিত হয়েছে। ইকবাল বলেন, আমি এর কোনো দায় নিতে চাই না। এটা জুরি বোর্ডের ব্যাপার। তাদের প্রশ্ন করা উচিৎ কি করে এই গান পুরস্কার পেল। ইকবাল বলেন, আমি ¯পষ্ট করে বলছি, সৃষ্টিশীল কাজ নিয়ে আমি কোনো কূট কৌশল পছন্দ করি না। সিনেমা করি ভালোবাসার জায়গা থেকে। স্বীকৃতির যোগ্য হলে এমনিতেই তা মিলবে। আমি কখনও অন্যায়কে প্রশ্রয় দেই না। অন্যায় দেখতে পারি না। আমি সবসময় ইন্ড্রাষ্টিতে চলছি মাথা উঁচু করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।